৭৩০ মডেল হলো ইতালিয়ান সরকার কর্তক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ কর রিটার্ন ফর্ম (Tax Return Form) যার মধ্যে করদাতা বিশেষভাবে কর্মজীবী (employees) এবং পেনশনভোগী (pensioners) তাঁর বার্ষিক আয়-ব্যয়, ট্যাক্সে ছাড় (deductions), খরচ (expenses) ইত্যাদি তথ্য লিখে আয়কর অফিসে (agenzia delle entrate) দাখিল করেন। ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানী করদাতাদের জন্য পৃথক রিটার্ন ফরম রয়েছে।
Category :
Palermo Agenzia delle Entrate
Descriptions
আয়কর রিটার্ন দাখিল করা জটিল কোন বিষয় নয়। তবে কিছু বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে আইনগত ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। আয়কর সম্পর্কে প্রথম যেটি জানতে হবে সেটি হল তার আয় কত, আর সেটি আয়করের আওতায় পরে কিনা। ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী নিচে দেখানো উৎস থেকে আয়, আয় করের আওতায় পরে।
730/2025 আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস লাগবে: 1. CARTA D'IDENTITÀ 2. ফ্যামিলি মেম্বারদের CODICE FISCALE 3. CUD 4. যারা গত বছর 730 আবেদন করেছেন, তাদের গত বছরের 730 আবেদনের কপি লাগবে। 5. যদি বাসা ভাড়া থাকে,তাহলে Contratto di Affitto / ক্রয় করা বাসা হলে বাসার দলিল (Atto di Compravendita এবং Atto di Mutuo) 6. লোন নিয়ে বাসা ক্রয় করে থাকলে ব্যাংক থেকে Interessi Passivi Mutuo 2024 নিতে হবে। 7. বাচ্চাদের স্কুল এর খাবার বিল (Mensa) পে করে থাকলে তার RICEVUTA 8. ব্যাংকের অ্যাকাউন্ট IBAN লাগবে। যাদের Partita Iva আছে তারা 730 আবেদন করতে পারবেন না
৭৩০ কি এবং কারা করে ?
৭৩০ মডেল হলো ইতালিয়ান সরকার কর্তক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ কর রিটার্ন ফর্ম (Tax Return Form) যার মধ্যে করদাতা বিশেষভাবে কর্মজীবী (employees) এবং পেনশনভোগী (pensioners) তাঁর বার্ষিক আয়-ব্যয়, ট্যাক্সে ছাড় (deductions), খরচ (expenses) ইত্যাদি তথ্য লিখে আয়কর অফিসে (agenzia delle entrate) দাখিল করেন। ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানী করদাতাদের জন্য পৃথক রিটার্ন ফরম রয়েছে।
৭৩০ ফর্ম কী?
কারা ৭৩০ ফর্ম পূরণ ও জমা দিতে পারে?
নিয়মিত কর্মচারী (dipendenti)
পেনশনভোগী (pensionati)
কারা ৭৩০ ফর্ম জমা করে?
১. ব্যক্তি নিজে জমা দিতে পারেন Agenzia delle Entrate-এর ওয়েবসাইটে গিয়ে (SPID, CIE, CNS লগইন দিয়ে)
২. CAF (Centro di Assistenza Fiscale)
৭৩০ ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
ব্যক্তিগত তথ্য সংক্রান্ত:
Codice Fiscale (কর শনাক্তকারী কোড)
Carta d’identità বা Permesso di soggiorno (পরিচয়পত্র/রেসিডেন্স পারমিট)
আয় সংক্রান্ত দলিল (Redditi):
1. Certificazione Unica (CU)
আপনার নিয়োগকর্তা বা পেনশন ইনস্টিটিউট দিয়ে থাকে
এখানে আপনার মোট আয় ও কাটানো ট্যাক্সের বিবরণ থাকে
2. বাসাভাড়া বা সম্পত্তি থেকে আয়ের দলিল (Redditi da fabbricati e terreni)
যদি আপনার নিজস্ব বা ভাড়ার সম্পত্তি থাকে
Catastale document / visura catastale লাগবে
ট্যাক্স ছাড় বা রিফান্ডের জন্য প্রযোজ্য খরচের রশিদ (Spese detraibili/deducibili):
1. স্বাস্থ্য খরচ (Spese sanitarie)
ওষুধ, ডাক্তার, ল্যাব টেস্ট, অপারেশন ইত্যাদির বিল
ফার্মেসির রশিদে codice fiscale থাকা বাধ্যতামূলক
2. শিক্ষা খরচ (Spese scolastiche/universitarie)
স্কুল, ইউনিভার্সিটি, ছাত্রবাস ইত্যাদির খরচ
3. বাসা ভাড়ার রশিদ (Spese per affitto)
ভাড়ার চুক্তিপত্র (Contratto di locazione)
পেমেন্ট রশিদ বা ট্রান্সফার রেকর্ড
4. মর্টগেজ সুদের খরচ (Interessi su mutuo prima casa)
ব্যাংক থেকে নেওয়া মর্টগেজের সুদের সার্টিফিকেট
5. ইনস্যুরেন্স (Assicurazione sulla vita/infortuni)