AgencyIo
Your Cart

Your cart is empty.

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (Rome) Membership Registration

€ 10

স্ব-উদ্যোগে বিদেশে আগমনকারী প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের ডাটাবেজের আওতায় আনয়ন এবং প্রবাসীদের কল্যাণমূলক কার্যক্রমকে আরো সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিদেশে বাংলাদেশ মিশনসমূহে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

যেভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ করা যাবে-

১। সর্বোচ্চ ৬৫ বছর বয়সের প্রবাসীগণ সদস্য হতে পারবেন।
২। ওয়েজ আর্নর্স কল্যাণ বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পুরণ করতে হবে।
৩। আবেদনটি পুরণ করার পর এর সাথে (ক) পাসপোর্ট কপি (খ) ভিসা কপি/সোজর্ন কপি/রেসিডেন্স পারমিট/ ফিসকাল কোড (Codice Fiscale )-এর কপি।
৪। এরপর আপনার এক কপি ছবিসহ সদস্য ফি, ৪০ (চল্লিশ) ইউরো দিয়ে প্রিন্টকৃত আবেদনটি সংযুক্ত কাগজপত্রসহ দূতাবাসের নির্দিষ্ট কাউন্টারে জমা দিন।
৫। আপনার আবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় ভেরিফিকেশন ও প্রক্রিয়া শেষে আপনাকে একটি মেম্বারশীপ সার্টিফিকেট প্রদান করা হবে।


Home

Service

Cart