€ 20
🔹 ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যাদের পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে অথবা আগামী এক বছরের মধ্যে শেষ হবে, তারা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে পূর্বের অরিজিনাল পাসপোর্ট এবং একই তথ্যে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদ লাগবে।
যাদের পাসপোর্ট ইতোমধ্যেই মেয়াদোত্তীর্ণ হয়েছে বা আগামী ৬ মাসের মধ্যে মেয়াদ শেষ হবে, তারা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
জমা দিতে হবে:
পূর্বের অরিজিনাল পাসপোর্ট
একই তথ্য সম্বলিত বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদ
যাদের পাসপোর্ট হারিয়ে গেছে, তারাও ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
জমা দিতে হবে:
পুলিশ রিপোর্ট/Denuncia (অরিজিনাল কপি)
পূর্বের পাসপোর্টের ফটোকপি
একই তথ্য সম্বলিত NID অথবা ইংরেজি জন্ম নিবন্ধন সনদ
ই-পাসপোর্ট করতে হলে পূর্বের MRP-এর তথ্যের সাথে অবশ্যই NID বা জন্মনিবন্ধন সনদের তথ্য মেলাতে হবে।
অর্থাৎ:
নিজের নাম (বানানসহ),
পিতা-মাতার নাম,
জন্মতারিখ ইত্যাদি সব তথ্য সম্পূর্ণ মিলতে হবে।
বাংলাদেশি ডকুমেন্টে (NID/জন্ম নিবন্ধন):
Cognome/বংশগত নাম শেষে থাকে
যেমন ➝ HABIBUR RAHMAN
ইতালিয়ান Certificato di Nascita-তে:
Cognome/বংশগত নাম শুরুতে থাকে
যেমন ➝ RAHMAN HABIBUR
📌 আবেদন করার সময় এই Nome – Cognome এর পার্থক্য খেয়াল রাখতে হবে, যাতে কোনো তথ্য বিভ্রান্তি না হয়।
📌 সংক্ষেপে মনে রাখবেন:
সব তথ্য (নাম, Cognome, জন্মতারিখ, পিতামাতার নাম) বাংলাদেশি ও ইতালীয় ডকুমেন্টে একরকম হতে হবে।