পাসপোর্টের মেয়াদ শেষ বা এক বছরের
মধ্যে শেষ হবে তারা ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। তবে পূর্বের অরিজিনাল
পাসপোর্ট এবং একই তথ্যে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (41) অথবা জন্মনিবন্ধন
সনদ লাগবে। উল্লেখ্য, বাংলাদেশি জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র ( NID )
তে Cognome বা Surname নামের শেষে থাকে, কিন্তু ইতালিয়ান ডকুমেন্টে
Cognome বা Surname নামের শুরুতে বা উপরে থাকে।